
পথচলা শুরু ফ্লেভার হেভেনের
নারায়ণগঞ্জে খাবারে নতুনত্যের ফ্লেভার নিয়ে যাত্রা শুরু করেছে ফ্লেভার হেভেন নামে একটি ফাস্ট ফুড শপ।
শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যায় শহরের খানপুর হাসপাতাল সড়ক এলাকায় এ খাবারের দোকানটি যাত্রা শুরু করে।
খাবারের দোকানের স্বত্বাধিকারী দুর্জয় চৌহানের ইচ্ছা ছিল তার সকল কাজ শুরু হবে তার বাবা মায়ের আশির্বাদে। সেই ইচ্ছা এবার পূরণ হলো। সন্ধ্যায় দোকানটি উদ্বোধন করেন তার বাবা মা। বাবা মায়ের আশির্বাদে ফিতা কেটে যাত্রা শুরু করে ফ্লেভার ফেভেন।
দুর্জয় জানান, দোকানটি আমাদের ভোজন রসিক গ্রাহকদের জন্য নতুনত্য নিয়ে এসেছে। আমরা খাবারের মান ও গ্রাহকদের সন্তুষ্টিকে প্রাধান্য দিচ্ছি। আমরা বাবা মায়ের আশির্বাদে পথচলা শুরু করেছি। আমাদের এখানে বাবা মা কে যে সবার আগে সম্মান করতে হবে এবং আমাদের সকল ক্ষেত্রে জীবনে প্রধান অতিথি হয়ে উঠুক বাবা মা এটাই আমাদের চাওয়া।
তিনি নারায়ণগঞ্জবাসীকে অন্তত একবার ফ্লেভার হেভেনের খাবার পরখ করে দেখতে অনুরোধ জানিয়ে বলেন, অন্তত একবার আমাদের দোকানের খাবার পরখ করে দেখুন, যদি ভালো না লাগে তাহলে সেই গ্রাহকের জন্য কোন বিল রাখা হবেনা। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতাকে মাথায় রেখে খাবার পরিবেশন করার প্রত্যয় ব্যক্ত করছি।