মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

|

চৈত্র ৫ ১৪২৯

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩১, ২৮ জানুয়ারি ২০২৩

নারায়ণগঞ্জ কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ জেলা কারাগারে শাকিল আহমেদ (৩৬) নামে এক ডাকাতি মামলার আসামির মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে ওই হাজতি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শাকিল পাবনা জেলার সাইফুল ইসলামের ছেলে।

কারাগারের জেল সুপার মো. মোকাম্মেল হোসেন জানান, ২৫ জানুয়ারি একটি ডাকাতি মামলায় ফতুল্লা থানা থেকে শাকিলকে আদালত কারাগারে পাঠানো হয়। ওই সময় আসামির সঙ্গে মারধরে আহত চিকিৎসাপত্রসহ দেওয়া হয়েছিল। দুই দিন ধরে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার রাতেও ভিক্টোরিয়া হাসপাতাল থেকে চিকিৎসা শেষে কারাগারে নিয়ে আসা হয়। সকালে আবারো অসুস্থ হলে তাকে ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।