
মশাল মিছিল
মুন্সিগঞ্জে বিএনপির কর্মসূচিতে পুলিশ বিএনপি সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত যুবদল কর্মী শাওন হত্যার প্রতিবাদে মশাল মিছিল করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা যুবদল।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে শাওনের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষনিকভাবে উপজেলা যুবদল নেতা মোহাম্মদ কাউসারের নেতৃত্বে বিশাল এ মশাল মিছিল হয়। এতে শত শত নেতাকর্মী অংশ নেন।
কাউসার জানান,গুম ও ক্রসফায়ারে হত্যার নতুন ভার্সন মিছিলে গুলি করে হত্যা। জনদাবির পক্ষের কর্মসূচিতে এভাবে গুলি করে হত্যার জবাব অবশ্যই দিতে হবে। এর সমুচিত জবাব দেয়া হবে।