
ঘটনাস্থল পরিদর্শন
শহরের নিতাইগঞ্জে ডাইলপট্টি এলাকার বাণিজ্যিক ভবনে বিস্ফোরণ ও অগ্নিকা-ের ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহানগর ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। এ ঘটনায় হতাহত ঘটনা গভীর শোক প্রকাশ ও সুস্থতা কামনা করা হয়।
পরিদর্শনে উপস্থিত ছিলেন, ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক প্রতীক ঘোষাল পল, সাগর দেবনাথ, দিপক বিশ^াস, শরফুদ্দিন, বিকাশ সাহা, নীল কৃষ্ণ দাস, স্বপন কুমার দাস প্রমুখ।
শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯ টায় নিতাইগঞ্জের ডালপট্টি এলাকার জেলা আটা ময়দা মিল মালিক সমিতির সাবেক সভাপতি ইলিয়াস দেওয়ানের মালিকানাধীন ১০ বছর ধরে পরিত্যাক্ত বাণিজ্যিক ভবনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। যে কোনো সময় ভবনটি ধ্বসে পড়তে পারে।