
ফাইল ছবি
“বজ্র কন্ঠে আওয়াজ তুলুন,'বীর বাঙালী ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো” এই শ্লোগানে বাংলাদেশ ও স্বাধীনতা বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আগামী শনিবার ১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ইতিহাসের সর্বকালের সর্ব বৃহৎ সমাবেশ করতে যাচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামীলীগের প্রভাবশালী এমপি একেএম শামীম ওসমান।
এদিকে এই সমাবেশ কে কেন্দ্র করে জেলার অন্যান্য থানার নেতাকর্মীদের ন্যায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে।
সমাবেশের প্রস্তুতি সম্পর্কে কথা হলে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তানজিম কবির সজু বলেন, এমপি শামীম ওসমানের সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দলীয় প্রতিটি সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে মিছিল নিয়ে সমাবেশে যোগদান করবে।
সিদ্ধিরগঞ্জের ১০ টি ওয়ার্ড থেকে অর্ধলক্ষাধিক নেতাকর্মী সমাবেশে যোগদান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সজু বলেন, তার নেতৃত্বে ৬০ টি বাস নিয়ে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করবে।
সমাবেশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সর্ব বৃহৎ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান।