শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোমবার থেকে ঢাকা-না.গঞ্জ বাস ভাড়া ৫০ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫৮, ১৬ নভেম্বর ২০২৪

সোমবার থেকে ঢাকা-না.গঞ্জ বাস ভাড়া ৫০ টাকা

সংবাদ সম্মেলন

যাত্রী অধিকার ফোরামের দাবি মেনে নিয়ে সোমবার (১৭ নভেম্বর) থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বাস ভাড়া ৫০ টাকা নির্ধারণ করেছে জেলা প্রশাসন।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে একথা জানান জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হক।

তিনি জানান, সোমবার থেকে ঢাকা নারায়ণগঞ্জ বাস ভাড়া ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

এসময় ভাড়া কমানোর দাবিতে ডাকা রোববারের হরতাল প্রত্যাহারের অনুরোধ করেন ডিসি।

এর আগে শুক্রবার (১৫ নভেম্বর) যাত্রী অধিকার ফোরামের যুগ্ম আহবায়ক তরিকুল সুজন বাংলানিউজকে জানান, ঢাকা নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৪৫ টাকা নির্ধারণের জন্য আমরা রোববার হরতাল ডেকেছি। আমাদের সাথে এরপর ডিসি কথা বলেছেন। তিনি কেন্দ্রীয় টার্মিনাল থেকে ৫২ টাকা ও চাষাঢ়া থেকে ৫০ টাকা বাসভাড়া করার কথা জানান। 

তিনি ৪৫ টাকা ভাড়া নির্ধারণ না করলে হরতাল রোববার সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলবে বলে জানান।