শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ফার্মেসীকে ১ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৫৩, ২৩ মার্চ ২০২৪

আপডেট: ১৪:৫৭, ২৩ মার্চ ২০২৪

নারায়ণগঞ্জে ফার্মেসীকে ১ লাখ টাকা জরিমানা

অভিযান

নারায়ণগঞ্জে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওসুধ এবং ফ্রিজিং ঔষধ গুলো নন ফ্রিজিং অবস্থায় পাওয়ায় একটি ফার্মেসীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২৩ মার্চ) দুপুরে এ অভিযানের তথ্য জানানো হয়। এর আগে মদনপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় মেসার্স সুমাইয়া ড্রাগ হাউসকে এ জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সকারী পরিচালক মো: সেলিমুজ্জামান। তিনি জানান, অভিযান পরিচালনাকালে মেসার্স সুমাইয়া ড্রাগ হাউসকে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওসুধ এবং ফ্রিজিং ঔষধ গুলো নন ফ্রিজিং অবস্থায় পাওয়া যাওয়ার অপরাধের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কর্তৃক ১লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।