ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানল ৭৩৭ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) ভোরে সোনারগাঁও থানাধীন লাদুরচর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সোনারগাঁয়ের লাদুরচর এলাকার মৃত শফিউদ্দিনের ছেলে মোঃ মিজানুর রহমান (৪৫), মোঃ আনোয়ার হোসেনের মেয়ে মোসাঃ বিউটি (৩৫)।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

