ফাইল ছবি
বন্দরে নন এফআইআর মামলার ওয়ারেন্টেভূক্ত নারী আসামীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার কলাবাগ এলাকার মৃত হাবিবুল্লাহ মিয়ার মেয়ে রানি বেগম (৫০) ও তার ছোট ভাই আলমগীর (৩৫)। ধৃতদের শনিবার (১৭ জানুয়ারী) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টেে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার (১৬ জানুয়ারী) রাতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, বন্দর কলাবাগ এলাকার হাবিব উল্ল্যাহ মিয়ার ছেলে আল আমিনের সাথে একই এলাকার মৃত হাবিব উল্লাহ মিয়ার ছেলে আলমগীর ও তার বড় বোন রানী বেগমের সাথে দীর্ঘ দিন ধরে ওয়ারিশ সম্পত্তি বন্টন ও অভিযোগের বাদী মায়ের নগদ টাকা ও স্বর্ণালংকার আত্মসাৎ সংক্রান্ত বিষয়ের বিরোধকে কেন্দ্র করিয়া বাদীকে নানা ধরনের হুমকি ধামকি ও মারপিট করার চেষ্টা করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৩০ সেপ্টম্বর রাত সাড়ে ১০টায় বন্দর থানার বন্দর কলাবাগ সাকিনস্থ বসত বাড়িতে উক্ত বিষয়ের জের ধরিয়া উল্লেখিত বিবাদীরা বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেএলোপাতাড়ি চড় থাপ্পর কিলঘুষি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে প্রাননাশের হুমকি প্রদান করে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী থানায় আইনগত ব্যবস্থা গ্রহন করলে পুলিশ ওই নন এফআইআর ওয়ারেন্টমূলে এদেরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।

