
ফাইল ছবি
শকুন আকাশে উড়ে বেড়াচ্ছে দেশের মানচিত্রকে খাবলে খাওয়ার জন্য বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি. এম. আরমান। পাশাপাশি ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
২২ মে মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
স্ট্যাটাসটি হুবুহু তলে ধরা হলো:
শকুন আকাশে উড়ে বেরাচ্ছে এই দেশের মানচিত্রকে খাবলে খাওয়ার জন্য। আসুন আমরা ভেদাভেদ ভুলে গিয়ে সকলে ঐক্যবদ্ধ হই ও এই দেশটাকে ঐ স্বাধীনতা বিরোধীদের হাত থেকে রক্ষা করি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।