শনিবার, ২৭ জুলাই ২০২৪

|

শ্রাবণ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বাংলা ভাষাকে ভিনদেশী আগ্রাসন মুক্ত করতে হবে : মাসুম বিল্লাহ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩:২৪, ২০ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ২৩:২৫, ২০ ফেব্রুয়ারি ২০২৪

বাংলা ভাষাকে ভিনদেশী আগ্রাসন মুক্ত করতে হবে : মাসুম বিল্লাহ

মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, আগামীকাল ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে সালাম, বরকত, রফিক, জব্বার রাজপথে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করেছে। আমরা শ্রদ্ধাভরে তাদের স্মরণ করছি ও শহীদদের সুউচ্চ মর্যাদা কামনা করছি।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাদ মাগরিব এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ যুক্ত বিবৃতিতে আরও বলেন, ভাষার মাসে আমাদের দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে শপথ গ্রহণ করতে হবে।
পীর সাহেব চরমোনাই ঘোষিত ১৫-২৯ ফেব্রুয়ারি দাওয়াতী পক্ষ উপলক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে দাওয়াতী কার্যক্রম চলছে। বিভিন্ন এলাকায় দাওয়াত, সদস্য সংগ্রহ ও দাওয়াতী সভা চলমান রয়েছে।
 
এদিকে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে থানায় থানায় ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।