রোববার, ০৫ মে ২০২৪

|

বৈশাখ ২১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জাহাজ নির্মান ও মেরামত শিল্পের বড় অংশ শীতলক্ষ্যার কোলঘেঁষে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০৮, ১৩ জানুয়ারি ২০২৪

জাহাজ নির্মান ও মেরামত শিল্পের বড় অংশ শীতলক্ষ্যার কোলঘেঁষে

ফাইল ছবি

দেশের প্রায় ৭শ নদ নদী আর ২৪ হাজার কিলোমিটার নদী পথে অসংখ্য ছোটবড় জাহাজ যাত্রী ও পন্য পরিবহনে কাজ করছে। দেশের বিভিন্ন স্থানেই গড়ে উঠেছে জাহাজ নির্মান ও মেরামতকারী প্রতিষ্ঠান। যার একটি বড় অংশ নারায়ণগঞ্জ তথা শীতলক্ষ্যা নদীর তীরজুড়ে অবস্থিত।  

দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে নারায়ণগঞ্জের এই প্রতিষ্ঠানগুলো। এতে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে অনেক মানুষের।

শীতলক্ষ্যার পাশাপাশি বুড়িগঙ্গা ও মেঘনার কোলঘেঁষা স্থানেও রয়েছে একাধিক জাহাজ নির্মান ও মেরামতের প্রতিষ্ঠান।

এর মধ্যে বিভিন্ন বেসরকারি কোম্পানি ইতোমধ্যে জাহাজ নির্মান ও মেরামতে বেশ সুনাম কুড়িয়েছে দেশে ও দেশের বাইরে।