রোববার, ১০ ডিসেম্বর ২০২৩

|

অগ্রাহায়ণ ২৫ ১৪৩০

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে সাড়ে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০৯, ৪ অক্টোবর ২০২৩

আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে সাড়ে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

কারেন্ট জাল জব্দ

নারায়নগঞ্জের আড়াইহাজারে  বুধবার সকালে মেঘনা নদীর খাগকান্দা এলাকায়  অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমান আদালত। এ সময় দয়াকান্দার গ্রামের আজগর আলীকে তিন দিনের বিনাশ্রম কারাদÐ  ও একই এলাকার মোমেন মিয়ার কাছ থেকে মুচলেকা নেয়া হয়। 

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের পরিচালিত ভ্রাম্যমান আদালত তাদের এ সাজা প্রদান করেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, অভিযানে সাড়ে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে অনেক জেলেরা পালিয়ে যায়। পরে জব্দকৃত কারেন্ট জাল খাগকান্দা নৌ ফাঁড়িতে জনসম্বুখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। অভিযানে খাগকান্দা নৌ ফাড়ির ইনচার্জ পরিদর্শক  মোঃ আসাজ্জামানসহ খাগকান্দা নৌ-পুলিশ ফাড়িঁ পুলিশের একটি টীম সঙ্গে ছিলো।