মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

|

আষাঢ় ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আলোচনা হয় কারণ বিশ্বকাপ খেলে বাংলাদেশ : টিটু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:০৩, ৩০ নভেম্বর ২০২২

আলোচনা হয় কারণ বিশ্বকাপ খেলে বাংলাদেশ : টিটু

ফাইল ছবি

ক্রিকেট বোর্ডের পরিচালক তানভীর আহমেদ টিটু বলেছেন, এখন বাংলাদেশে ক্রিকেট নিয়ে আলোচনা হয় কারণ বাংলাদেশ বিশ্বকাপ খেলে। আমাদের মেয়েরা সাফ জিতে এসেছে। আমাদের ছেলে মেয়েরা কাবাডি খেলায়ও সুন্দর ভূমিকা রাখবে এমনটা প্রত্যাশা করছি। 

মঙ্গলবার (৩০ নভেম্বর) জেলা পুলিশ লাইনসে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা কাবাডি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আমি ছোটবেলা থেকে খেলাধুলার সাথে ছিলাম। আমাদের বাসায় ব্যাটমিন্টন কোর্ট ছিল। আমি ক্রিকেট খেলতাম আমার বড় ভাই ব্যাটমিন্টন খেলতেন। সকল খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকাই হল জেলা ক্রীড়া সংস্থার কাজ।

তিনি আরো বলেন, আমি একটি জিনিস চিন্তা করে খুব আনন্দিত, আমি ডিআইজি সাহবেও ও পুলিশ সুপার সাহোবকে আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।