
ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়ার দোয়াত-কলম প্রতীকের এজেন্টকে মারধর করায় জাইদুল করিমকে ২ বছরের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২১ মে) আড়াইহাজারের সম্ভুপুরা হাইস্কুলে (ভোটকেন্দ্র ১২০) এ ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্ত জাইদুল করিম ভুঁইয়া আড়াইহাজারের লক্ষ্মীপুরার জমির উদ্দিন ভূইয়ার ছেলে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূঁইয়ার চাচাত ভাই।
জানা যায়, খাগকান্দা ইউনিয়নের ভোট কেন্দ্র নং ১২০ এ ভোট চলাকালীন সময়ে এজেন্ট মোঃ মাঈনুল ইসলামের সাথে মোঃ জাইদুল করিম ভুইয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাঈনুল ইসলামকে মারধর করেন জাইদুল। এসময় কেন্দ্রের দায়িত্বরত পুলিশ তাকে আটক করে।
এজেন্টকে মারধর করার কারণে আড়াইহাজার উপজেলায় দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামচুল হক ঘোড়া মার্কা এজেন্ট জাইদুল করিমকে নির্বাচনী বিধিমালা ২০১৩ এর ৭৭(১জ) মোতাবেক মোতাবেক দুই বছরের বিনশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ।