শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

স্বনির্ভর কৃষি উৎপাদনে বছরব‌্যাপী কার্যক্রম হা‌তে নি‌ল স্লোগান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:৫১, ৬ নভেম্বর ২০২২

স্বনির্ভর কৃষি উৎপাদনে বছরব‌্যাপী কার্যক্রম হা‌তে নি‌ল স্লোগান

কৃষি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আগামী বছর বিশ্বব্যাপী দুর্ভিক্ষের আশঙ্কা করছেন সবাই। এ নিয়ে সবাই আতঙ্কিত ও শঙ্কিত। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তু‌তি হি‌সে‌বে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে যতটুকু সম্ভব শাক-সবজি উৎপাদানের তাগিদ দিচ্ছেন নাগরিকদের৷

বৈশ্বিক খাদ্য ঘাটতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর আহ্বা‌নে সাড়া দি‌য়ে স্বনির্ভর কৃষি উৎপাদনের লক্ষ্যে বছর ব্যাপি কার্যক্রম হা‌তে নি‌য়ে‌ছে 'স্লোগান' সামা‌জিক সংগঠন। সেই কার্যক্রমের সূচনা পর্ব হি‌সে‌বে "কৃষি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা" আ‌য়োজন ক‌রে সংগঠন‌টি। 

শ‌নিবার (০৫ সে‌প্টেম্বর) বি‌কেল ৩ টায় নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা মিলনায়তনে নারায়ণগ‌ঞ্জের বি‌ভিন্ন এলাকার ১শ যুবক‌দের নি‌য়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনু‌ষ্ঠিত হয়। কর্মশালাটি পরিচালনা করেন নারায়নগঞ্জ সদর উপজেলার কৃষি কর্মকর্তা মাহমুদা হাসনাত।

এ বিষ‌য়ে 'স্লোগান' সামা‌জিক সংগঠ‌নের কর্ণধার শেখ সাফা‌য়েত আলম সা‌নি ব‌লেন, একটি গবেষণা প্রতিবেদনে বিশ্ব ব্যাংক বলেছে, ২০২৩ সালে বিশ্ব মন্দার কবলে পড়বে৷ আশঙ্কা, ২০২৩ সাল একটা মহাসংকটের বছর হবে। সেই সংক‌টের বিষয়‌টি উপলু‌ব্ধি কর‌তে পে‌রে বৈশ্বিক খাদ্য ঘাটতি মোকাবেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, জাতির আশার বাতিঘর জননেত্রী শেখ হাসিনা এখন থে‌কেই দেশবাসী‌কে প্রস্তু‌তি নেয়ার আহ্বান ক‌রে‌ছেন। সে‌ক্ষে‌ত্রে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার দূরদৃষ্টি সম্পন্ন পরিকল্পনা বাস্তবায়নে লক্ষ্যে কৃষি বিপ্লব ও স্বনির্ভর কৃষি হতে পারে এক নতুন সম্ভাবনা। তাই প্রধানমন্ত্রীর আহ্বা‌নে সাড়া দি‌য়ে 'স্লোগান' সামাজিক সংগঠন বছর ব্যাপী টেকসই কার্যক্রম হাতে নিয়েছে। তারই অংশ হি‌সে‌বে আজ কৃষি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনু‌ষ্ঠিত হয়। 

নারায়ণগঞ্জ মহানগর শেখ রা‌সেল শিশু কি‌শোর প‌রিষ‌দের সভাপ‌তি ফা‌হিম ভুইয়া এ‌মি‌লের সভাপ‌তি‌ত্বে কর্মশালায় উপ‌স্থিত ছি‌লেন নারায়ণগঞ্জ জেলা প‌রিষ‌দের ১নং ওয়া‌র্ডের সংর‌ক্ষিত ম‌হিলা আস‌নের সদস‌্য ও জেলা যুব ম‌হিলা লী‌গের আহ্বা‌য়িকা সা‌দিয়া আফ‌রিন, ফতুল্লা থানা আওয়ামী লী‌গের কার্যকরী সদস‌্য আতাউর রহমান নান্নু, জেলা ছাত্রলী‌গের সা‌বেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইশ‌তিয়াক আল কা‌ফি নিশান সহ স্লোগান সংগঠ‌নের সদস‌্যবৃন্দ।