সড়ক অবরোধ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চৌধুরী বাড়ি পিএম গার্মেন্টের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
রোববার (৯ নভেম্বর) সিদ্ধিরগঞ্জে পিএম গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত মাসে পি এম নিটেক্স গার্মেন্টসে শ্রমিক মাসুম মিয়া বাইরে থেকে একটি গেঞ্জি ভেতরে নিয়ে যান গেঞ্জিটি কেটে ছোট করার জন্য। কাজ শেষে গার্মেন্টস থেকে বের হওয়ার সময় ইন্সপেকশনে গেঞ্জিটি ধরা পড়লে তাকে সিনিয়র কর্মকতাদের কাছে নিয়ে যাওয়া হয়। এসময় মাসুম মিয়া জানায় গার্মেন্টসে বাইরে থেকে গেঞ্জিটি ছোট করার জন্য তিনি নিয়ে এসেছেন। বাইরে থেকে গেঞ্জি আনা নেয়া নিষিদ্ধ থাকায় তার পাঁচ দিনের বেতন কর্তনের শাস্তি দেয়া হয়।
এদিকে চলতি মাসে তার বেতন চালু হওয়ার কথা থাকলেও বেতন চালু হয়নি বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। এর প্রতিবাদে রোববার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা জানান, পুলিশ শ্রমিকদের সাথে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আগামীকাল বিষয়টি ডিসি অফিসে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

