সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০৫, ৮ ডিসেম্বর ২০২৫

সোনারগাঁয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)' আসিফ আল জিনাতের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ইউএনও আসিফ আল জিনাত সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে সকলে মিলে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সোনারগাঁয়ের ঐতিহ্য, সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো জানা থাকলে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষা খাতের সংকট, পরিবেশ দূষণ, জমিভরাট, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ চুনা ও ঢালাই কারখানার গ্যাস সংযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ইউএনও’র দৃষ্টি আকর্ষণ করেন।

এসময় উপজেলার বিভিন্ন প্রেস ক্লাবসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভা শেষে ইউএনও আসিফ আল জিনাত সাংবাদিকদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় রেখে সোনারগাঁকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।