ফাইল ছবি
ফতুল্লা মডেল থানা পুলিশ ৩৮ পুরিয়া গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রোববার (১৪ ডিসেম্বর) ২০২৫ তারিখে দুপুরে ফতুল্লা মডেল থানাধীন কর কমিশনারের কার্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নানের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ মিলন ফকির সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় একজন ব্যক্তি পুড়িয়া আকারে গাঁজা বিক্রি করছিলেন। সন্দেহজনকভাবে তল্লাশি চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে নিজের পরিচয় প্রকাশ করে জানান, তার নাম মোঃ কামাল হোসেন। তিনি মৃত হাসান আলীর পুত্র ও মৃত রেজিয়া বেগমের সন্তান। তার বাড়ি আনন্দনগর, বুড়ির বাজার, ইসদাইর এলাকায়, থানা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ।
পরবর্তীতে তার হেফাজত থেকে ৩৮ পুরিয়া গাঁজা উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য নিজের হেফাজতে রাখার অভিযোগে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

