
ফাইল ছবি
নারায়ণগঞ্জে আগামীকাল শুক্রবার জেলা ও মহানগরজুড়ে ঈদ সামগ্রী বিতরণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। এসময় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের নেতারা।
নারায়ণগঞ্জের ফতুল্লায় গভর্মেন্ট গার্লস স্কুলে জেলা যুবদল জেলা যুবদলের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। এখানে প্রায় ২৫০০ অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ উল ফিতরের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এর মাঝে ৩২৬ জন প্রতিবন্ধীও রয়েছে।
এছাড়াও শহরের খানপুর এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করবে মহানগর যুবদল। এখানে প্রায় ১০০০ অস্বচ্ছল ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
ইতোমধ্যে ঈদ সামগ্রী বিতরণের সামগ্রিক কার্যক্রম চলছে জেলা ও মহানগর যুবদলের।
জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমাদের এ কার্যক্রম চলবে ঈদ পর্যন্ত। শুক্রবার আমাদের কেন্দ্রীয় নেতা আসবেন এখানে।
মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ জানান, এটা সাধারণ মানুষের জন্য যারা সামর্থ্যহীন। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা এ কার্যক্রম করছি।